৪ ঘণ্টায়ও বিটিভির আ*গু*ন নেভেনি, যেতে পারছে না ফায়ারের গাড়ি

দেশ জনপদ ডেস্ক | ২০:২৫, জুলাই ১৮ ২০২৪ মিনিট

এবার রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটের ভেতরে ঢুকে ভবনে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আগুন দেওয়ার পর বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সামনে এগোতে পারছেন না। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে ফের বিটিভির মূল ভবনে আগুন দেন আন্দোলনকারীরা। এর আগে বিকেলে সোয়া ৩টার দিকে মূল গেটে আগুন লাগিয়েছিল। বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। স্ট্যাটাসে লেখা হয়েছে- বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকেলে সোয়া ৩টার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়েছিল। এখন বিটিভির মূল ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। এদিকে বিটিভির ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি৷ কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছে না। ঘটনাস্থলে থাকা জাগো নিউজের ফটোসাংবাদিক মাহবুব আলম জানান, বিটিভির ডিজাইন সেকশন, রিসিপশন, গ্যারেজে থাকা গাড়ি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে বিকেল সোয়া ৩টায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যানটিন, রিসিপশন ও একটি গাড়ি ভাঙচুর করেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেন। এরপর বিটিভির গেটে আগুন দেন এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালান তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যান।