বরিশালে অস্ত্রসমেত ছাত্রলীগের মহড়া, হামলায় আহত ২০ শিক্ষার্থী

এ.এ.এম হৃদয় | ১৯:৫২, জুলাই ১৮ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে অচল আন্দোলনকারীদের হটাতে বরিশালে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বশস্ত্র মহড়া দিয়েছে। বুধবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাত থেকে বৃহস্পতিবার দিনভর তারা ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মহড়া দেয়। দুপুরে জিলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সেখানে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে আহত করে ছাত্রলীগ। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কে শত শত ছাত্রলীগের নেতাকর্মী ধারালো অস্ত্র ও লাঠিসোটা হাতে মোটর সাইকেল বহর নিয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এতে নগরবাসীর মধ্যে ভয়ের সঞ্চার হয়। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে। একাধিক প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদে একটানা ১২ ঘণ্টা অবরোধ করে আন্দোলনকারীরা। এতে বরিশাল অচল হয়ে যায়। এরপরই বুধবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের উদ্দেশে বিভিন্ন বক্তব্য দেন তারা। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে গেছে। তাই আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগ মাঠে রয়েছে বলে জানানো হয়। এরপর বৃহস্পতিবার দিনভর নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের পাশাপাশি অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বশস্ত্র অবস্থায় সন্দেহভাজন পথচারীসহ নগরীর জিলা স্কুলের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে অন্তত ২০ জনকে আহত করে।’