বরিশালে মহাসড়কে শিক্ষার্থীরা, ‘পুলিশ বক্সে হামলা’
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল।
তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। পুলিশ জানমাল রক্ষায় আশপাশে অবস্থান নিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় জড়ো হয়।
সাড়ে ৩টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।”প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা দেশের বিভিন্ন এলাকায় নিহতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শ্লোগান দিচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে লাঠি ও বাঁশ রয়েছে।
ব্রজমোহনে সংঘর্ষ
এদিকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করা হলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।