বরিশালে ত্রান নিয়ে দ্বন্দে আহত ২

কামরুন নাহার | ১৯:২০, এপ্রিল ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানীততে ত্রাণ কমিটি নিয়ে দুগ্রুপের দ্বন্দে আহত হয়েছেন ওয়ার্ড কমিটি সহ সভাপতি ইয়াসির আরাফাত ও সভাপতি ইব্রাহিম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয় সুত্র জানায়, গত ২৯ এপ্রিল দুপুরে করোনার ত্রান নিয়ে ৩নং চরবাড়ীয়া ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির মধ্যে মনোমালিনতার সৃস্টি হয়। বিষয়টি তাৎক্ষনিক সমাধান হলেও সন্ধার পরে আনুমানিক রাত ৮ টার দিকে সহ সভাপতি আরাফাত সিকদার ও ত্রান কমিটির সদস্য যুবলীগ নেতা পন্থু কে রাস্তায় একাকী পেয়ে ইব্রাহিম ও জামালের নেতৃত্বে প্রায় ৩০ জন সন্ত্রাসীরা অস্ত্র নিযে তাদের বেধরক মারধর ও হামলা করে। এ সময় স্থানীয়রা তাদের অস্ত্রের মুখে জিম্মি হয়ে কাছে আসতে না পারায় আরাফাত ও পন্থু নির্যাতনের এক পর্যায়ে অচেতন হয়ে পরলে পরিবারের অনান্য সদস্যরা সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে। বিষয়টি তাৎক্ষনিক থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে। এ বিষয় আহত আরাফাত সিকদার জানান, ওয়ার্ডে ত্রান কমিটির মাধ্যমে ৩০ জন হত দরিদ্রদের এই কার্ড বিতরন করা হয়। এর মধ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার বসিরকে একটি কার্ড দেয়ায় বাধার সৃস্টি করে সভাপতি ইব্রাহিম ও সদস্য জামাল। তাদের দাবি বসির পরিবার মুক্তিযোদ্ধা ভাতা পায় তাই তাদের কোন ত্রান দেয়া যাবেনা। যার প্রতিবাদ করে ওয়ার্ড সাধারণ সম্পাদক খান মো. সোহেল সহ ত্রান কমিটির আহবায়ক হালিম ও অনান্যরা। এক পর্যায়ে আরাফাত ও পন্থুর সাথে তর্কের জড়ায় ইব্রাহিম। সেই সুত্র ধরেই মস্টু গোলদারের সহযোগিতায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে বাচ্চু হাওলাদার, পলাশপুরের সোহাগ, সাহেব, আসিফসহ প্রায় ৩০ জন মিলে ওই সন্ত্রাসি কার্যক্রম করে। যদিও গোলমালের মধ্যে সভাপতি ইব্রাহিমও আহত হয়। এবিষয় সাধারণ সম্পাদক খান মো. সোহেল বাদি হয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওসি কাউনিয়া জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। অপর দিকে ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ মুঠো ফোনে জানান, বিষয়টি দুঃখজনক। আমরা দ্রুত সমস্যার সমাধান করবো।