অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বাড়ির নির্মাণ কাজ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক

এ.এ.এম হৃদয় | ২১:২৫, জুলাই ১৩ ২০২৪ মিনিট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজ বাড়ির নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ মো. ফয়সালের বিরুদ্ধে। এতে করে মোটা অংকের বিল দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন সাজ্জাদ উল্লাহ। সচেতন মহল মনে করছেন এ ধরনের কাজ চুরির সমান। আর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কাজ কেউ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সরেজমিন ঘুরে দেখা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উত্তর-পূর্ব সীমানা প্রাচীরের সাথেই সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল তার ব্যাক্তিগত প্রায় ১২ শতাংশ জায়গার উপর গত ৫/৬ মাস পূর্বে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। সেখানে বিভিন্ন কাজে বিদ্যুতের ব্যবহার করা হয়; সে বিদ্যুৎ তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমেটরি (বি-২) এর তৃতীয় তলা থেকে নেন। যেহেতু সীমানা প্রাচীরের সাথেই তার জমি এবং তিনি বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা তাই তিনি তার ক্ষমতার অপব্যাবহার করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। সেখানে কর্মরত কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, কাজ শুরু থেকেই সাজ্জাদ উল্লাহ সেখানে বিদ্যুতের তার দিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমেটরি (বি-২) এর তৃতীয় তলার একটি জানালা থেকে বিদ্যুৎ সংযোগ এনে তার জমির এক কোনে বিদ্যুৎ এর সংযোগ লাইন দিয়ে রাখে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমেটরি (বি-২) তৃতীয় তলার বসবাসকারী ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক নাঈমা লাইজুর কক্ষ থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এখান থেকে বিদ্যুতের কোন সংযোগ দেয়া হয়নি বরং একটি ডিস লাইনের সংযোগ নেয়া হয়েছে। তবে কে বা কারা রুম থেকে বিদ্যুতের লাইন নিয়েছেন সেটি জানা নেই। একজন কর্মকর্তা এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুনতে হচ্ছে মোটা অংকের বিল। ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন থেকে বিদ্যুতের সংযোগ নেয়ার প্রশ্নই আসে না। অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করার ভিডিও ফুটেজ রেকর্ড রয়েছে জানালে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মুনিরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ বাইরে নেয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।