নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পজেটিভ ৫০ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। হাসপাতাল সূত্রে জানাগেছে, করোনা উপসর্গ নিয়ে এই ব্যক্তি গত ২২ এপ্রিল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ভর্তি হয়। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানে আজ তার মৃত্যু হয়।