সামনে বডি অন ক্যামেরা, পেছনে চাঁদাবাজি

দেশ জনপদ ডেস্ক | ২০:২২, জুলাই ১৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে দিনের বেলায় মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিল হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের এএসআই স্বরুপ চক্রবর্তীর নেতৃত্বে ছয়জন। গত মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটে বডি অন ক্যামেরা দীর্ঘক্ষণ এক দিকে স্থির অবস্থায় থাকায় হাইওয়ে পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুমের পরিদর্শক মো. আসাদুল ইসলাম শাকিলের নজরে পড়ে। ঢাকা থেকে রামুতে দায়িত্বরত এএসআই স্বরুপ চক্রবর্তীকে ফোন করে ক্যামেরাটি পেছনে নিতে বলেন। এরপর দেখতে পান পাঁচজন কনস্টেবল বিভিন্ন গাড়িত তল্লাশি করছেন। বিষয়টি সন্দেহজনক হলে তদন্ত শুরু করে হাইওয়ে পুলিশ। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে এএসআই স্বরুপ চক্রবর্তী এমন কিছু করেছেন, যা। পুলিশ বাহিনীর বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। গত বৃহস্পতিবার এএসআই স্বরুপ চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম। গত বৃহস্পতিবার এক অফিস আদেশে তিনি উল্লেখ করেন, কুমিল্লা হাইওয়ে সার্কেলের এএসপি মাসুম সরদার কর্তৃক স্মারক নং-৫০৯ মূলে দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, রামু ক্রসিং হাইওয়ে থানার দিবা সিসি নম্বর ১৮০/২৪ ও সাধারণ ডায়েরি নম্বর-১৭৬ মূলে এএসআই (নিরস্ত্র) স্বরুপ চক্রবর্তী, সঙ্গীয় নায়েক মো. আব্দুল মালেক, কনস্টেবল শফিউল বাসার, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. ফখরুল আলম, ড্রাইভার কনস্টেবল এরফান সরকার গত ৯ জুলাই রামু ক্রসিং হাইওয়ে থানাধীন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে দিবাকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। ওইদিন সকাল আনুমানিক ১০টা ১৮ মিনিটে ডিউটি পার্টির বডি অন ক্যামেরা দীর্ঘক্ষণ রাস্তার এক দিকে স্থির অবস্থায় দেখতে পেয়ে হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্সেও কন্ট্রোল রুমে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) মো. আসাদুল ইসলাম শাকিল এএসআই স্বরুপ চক্রবর্তীকে ফোন করেন। আদেশে আরও উল্লেখ করা হয়, পরিদর্শক মো. আসাদুল ইসলাম শাকিল এএসআই স্বরুপ চক্রবর্তীকে বডি অন ক্যামেরা ঘুরিয়ে পিছনে দেখাতে বলেন। এএসআই স্বরুপ চক্রবর্তী বডিঅন ক্যামেরা ঘুরালে দেখা যায় ক্যামেরার পিছনে কিছুটা দুরে ডিউটিরত অন্যান্য সদস্যরা যানবাহন তল্লাশি করছেন। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স বডিঅন ক্যামেরার সামনে যানবাহন তল্লাশি করার নির্দেশনা থাকলেও স্বরুপ চক্রবর্তী ক্যামেরা অন্য দিকে ফোকাস রেখে ডিউটিরত পুলিশ সদস্যদের দিয়ে যানবাহন তল্লাশি করাচ্ছেন। এতে প্রমাণিত হয় স্বরুপ অসৎ উদ্দেশ্যে ও অবৈধ লাভবান হতে বডি অন ক্যামেরার পিছনে যানবাহন তল্লাশি করছেন। যা বিভাগীয় নিয়ম শৃঙ্খলার পরিপন্থী ও চরম শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করেন অতিরিক্ত ডিআইজি। তার নিজ দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা, উদাসীনতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অবজ্ঞা করেছেন বলেও প্রমাণিত। তাছাড়া এএসআই স্বরুপ চক্রবর্তী অসৎ উদ্দেশ্যে ও অবৈধ লাভবান হওয়ার লক্ষ্যে বডিঅন ক্যামেরার পিছনে যানবাহন তল্লাশি করছেন। যা পুলিশ বাহিনীর বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য এএসআই স্বরুপ চক্রবর্তীকে পিআরবি-৮৮০ বিধি মোতাবেক বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি আরও উল্লেখ করেন, সাময়িক বরখাস্ত থাকাকালীন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন রিজার্ভ অফিসের নিয়মিত রোলকলে উপস্থিত থাকবেন। এসময় কর্মস্থলে হাজির হলে বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।