কোটা সংস্কার আন্দোলন: মোমবাতি জ্বালিয়ে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩নং ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা। এ সময় তারা কোঠা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
এর আগে বিকেলে কোটা সংস্কারের দাবিতে মহাসড়টি অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার ওপর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় ‘ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসনের জবাব চাই’ এমন স্লোগানে প্রকম্পিত করে আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আলী আশরাফ ভুঁইয়া জানান, মহাসড়ক অবরোধ করায় দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছি।