কাউনিয়া থানা পুলিশের অভিযানে তিন মাদকবিক্রেতা গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ২১:৪০, জুলাই ১০ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক  : বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিন মাদকবিক্রেতা হয়েছে। এসআই আরাফাত রহমান হাসানের নেতৃত্বে কাগাশুরা থেকে রাকিব মাঝি (২৬) ও মো. আব্দুল্লাহ (১৯) এবং সাধুর বটতলা থেকে রাজ্জাক মোল্লা (৪৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনই মাদকবিক্রেতা এবং তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাও আছে বলে জানিয়েছেন এসআই আরাফাত হাসান। মাঠপুলিশ কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে কাগাশুরার চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে রাকিব মাঝি এবং মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একইদিন রাত ১১টার দিকে এসআই আরাফাত হাসানের নেতৃত্বে এএসআই মো. ফারুক হোসেন এবং এএসআই মো. কামরুল ইসলামসহ সর্ঙ্গীয় ফোর্স সাধুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাক মোল্লা নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫১৫ গ্রাম গাঁজা। তবে এসময় তার সাথে থাকা কাশিপুর বিল্ববাড়ির বাসিন্দা হেলাল খান পালিয়ে গেছে। কাউনিয়া পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে, যার একটি পলাতক হেলালকে আসামি দেখানো হয়েছে।’