বাউফলে হিন্দু সম্প্রদায়কে জমি চাষে বাধা: হাতুড়ি পেটায় নারীসহ ৩ জন গুরুতর জখম!

এ.এ.এম হৃদয় | ২১:২১, জুলাই ১০ ২০২৪ মিনিট

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের এক হিন্দু পরিবার তাদের পৈত্রিক জমি চাষ করতে গেলে ফারুক সিকদার (৪৮), কবির সিকদার (৪৫), হারুন সিকদার (৪০)সহ অন্যান্যরা বাধা দিয়ে তাদেরকে পিটিয়ে জমি থেকে উঠিয়ে দিয়েছেন। প্রতিপক্ষের মারধরে নারীসহ ৩জন গুরুতর জখম হলে স্বজনরা তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বুধবার (১০ জুলাই) সকালে ওই ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাতুড়ি পেটায় গুরুতর আহত পরেশ বিশ্বাস (৩৫) জানান, বগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্দনবাড়িয়া গ্রামের ৩২০ নং খতিয়ানের ৩৯১৪, ৩৯১৫, ৩৯১৭ সহ আরো কয়েকটি দাগের ৬০ শতাংশ জমি আমরা পৈত্রিক আমল থেকে চাষাবাদ করে ভোগ করে আসছি। প্রতিবছরের মত বুধবার সকালে আমি জমি চাষ করতে যাই। এসময় ফারুক সিকদার, কবির সিকদার, হারুন সিকদারসহ অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে আমাকে জমি চাষে বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটি হলে তারা আমাকে হাতুড়ি, দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের সাথে রাম দা, লোহার রড এবং জিআই পাইপও ছিল। আমার ডাকচিৎকারে আমার বাড়ির মানবিকা বিশ্বাস (৫০) ও পলাশি বিশ্বাস (৩০) আমাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও হাতুড়ি ও রড দিয়ে এলোপাতারি মারধর করে গুরুতর জখম করে। পরে এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এবিষয়ে জানতে হারুন সিকদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।