ইকো-মেনঃ বরিশালে জেন্ডার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অংশীজন সংলাপ

এ.এ.এম হৃদয় | ২১:১৭, জুলাই ১০ ২০২৪ মিনিট

বরিশালে জেন্ডার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য পুরুষ ও কিশোরদেরকে সম্পৃক্তকরণ বিষয়ে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে নগরীর একটি হলরুমে ইকো-মেন প্রকল্পে আওতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে এবং বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি’র সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে দুটি প্যানেল করে প্রশ্ন উত্তর-পর্বের মাধ্যমে সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ও নারী অধিকার কর্মী প্রফেসর শাহ-সাজেদা, বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, যুব উন্নয়ন অধদপ্তরের উপ-পরিচালক শামিম চৌধুরী, বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেসা, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, সেইন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবীর প্রমুখ। সংলাপে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, নারী সুরক্ষা ও মর্যাদা তথা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আর পরিবেশ সুরক্ষার আন্দোলন যেন এক সূত্রেই গাঁথা। নারীর ক্ষমতায়ন ও পরিবেশগত তত্ত্বাবধানে পুরুষকে আরও সম্পৃক্ত করা প্রয়োজন। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নারীর ক্ষমতায়ণে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। নারীর উন্নয়নের সাথে পরিবেশের উন্নয়নের জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক শামিম চৌধুরী জানান, তাদের অধিদপ্তর থেকে পরিবেশ বান্ধব আত্মকর্মসংস্থান প্রশিক্ষন দেয়া হয়। ইকো-মেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা বলেন, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আমাদের নারীর প্রতি সহনশীল হতে হবে। সমাজে কিছু ক্ষতিকর রীতিনীতি রয়েছে যা পুরুষকে নারীর প্রতি সহনশীল হতে বাধা দেয়। আমাদের এসব ক্ষতিকারক রীতিনীতি থেকে সবাইকে বেড়িয়ে আসতে হবে। ইকোমেন প্রকল্পের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান নিরব বলেন, পরিবেশ সুরক্ষায় নানা পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন ধরনের জনসচেতনতা মূলক প্রচারণা বাড়াতে হবে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন প্রকার জলবায়ু পরিবর্তনজনিত বির্পযয়ের সম্মুখীন হচ্ছি যা থেকে পরিত্রাণ পেতে আমাদের পরিবেশ সুরক্ষায় সচেতন এখন না হলে, আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। মেট্টোপলিটন প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের সমাজের চিন্তা-ভাবনার পরিবর্তন আনতে পারলেই, সামাজিক মূলবোধের অবক্ষয় রোধ হবে। ইয়ূথনেটের কেন্দ্রীয় প্রতিনিধি আরিফুর রহমান শুভ বলেন, পরিবেশ এর অংশ নদী,পাহাড়,বনাঞ্চল মানুষ এর দ্বারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাই সকলের উচিত পরিবেশের যত্ন নেয়া এর পাশাপাশি বৃক্ষরোপনে সকলকে উৎসাহিত করতে হবে। সংলাপে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওছার পারভীন, শুভ-এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, ইয়ুথনেটের জেলা সমন্বয়কারী মোঃ আশিকুর রহমান সাকিব এবং তরুণ জলবায়ুকর্মীরা ।