ধর্ষণের পর আত্মহত্যা: অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন
বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে (১৩) লাইব্রেরিতে আটকে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় ‘আত্মহত্যা’র ঘটনা ঘটে। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করা হয়।
আজ রোববার (১০জুলাই) সকাল ১০টায় চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে সড়কে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে বক্তব্য রাখেন, যুব ফোরামের আহ্বায়ক সিফাত খান, যুগ্ম আহ্বায়ক সোহাগ আকন, আঁখি আক্তার, সদস্য মিরাজ হোসাইন। এতে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক যুব উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা মুক্তার মতো বোন, আমরা মুক্তার ভাই, আমরা আজ কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছি, কারন কালো কাপড় বিচারের প্রতীক। আমরা ন্যায় বিচার চাই।আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।
এর আগে, ২৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তাঁর মা লিলি বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা করেন। স্কুলছাত্রী চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং কাঁঠালতলী ইউনিয়নে উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।