বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ, কুয়াকাটা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

এ.এ.এম হৃদয় | ১৯:২৮, জুলাই ১০ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি থেকে এখন এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ২০১৮ সালের কোটা পদ্ধতির আলোকে প্রজ্ঞাপন জারি করে কোটার সংস্কার চাই। কোনো রায় স্থগিত আমাদের আন্দোলনকে থামানো যাবে না। আমাদের আন্দোলন হাইকোর্টের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। সারা দেশের শিক্ষার্থীদের একটাই দাবি, কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা। যৌক্তিক দাবি মেনে রাষ্ট্র যোগ্যদের মূল্যায়ন করবে বলে আশা করি। ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনিকা সিথি বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় আন্দোলন করছি। কোটা ব্যবস্থার কারণে হাজারো মেধাবী শিক্ষার্থী দেশ ছাড়ছেন। মেধাবীদের দেশে অবস্থান থেকে দেশের সম্পদে পরিণত হোক- যেটা সবাই চায়। আমরা দ্রুত এ কোটা পদ্ধতির সংস্কার চাই। পিরোজপুর থেকে আসা এক যাত্রী জানান, সড়ক অবরোধে আমাদের যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মতো জনগণের। দ্রুত সময়ের মধ্যে এ আন্দোলনের একটা সমাধান দরকার। যাতে সাধারণ জনগণের ভোগান্তি কমে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সুজন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ বেলাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরোয়ার হোসেন মঞ্জু, আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ, বাংলা বিভাগের মৃত্যুঞ্জয় রায় এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মৌ প্রমুখ।’