বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়ালো ডেনমার্ক

আল-আমিন | ২৩:২৮, জুলাই ০৪ ২০২৪ মিনিট

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরিতে কাজের সময় বাড়িয়েছে ডেনমার্ক। দেশটিতে এখন থেকে মাসে ৯০ ঘণ্টা কাজ করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। এই নির্বাহী আদেশ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে কোপেনহেগেন কর্তৃপক্ষ। সাধারণত কট্টর অভিবাসন নীতির দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক। কম বেকারত্বের হারসহ একটি শক্তিশালী চাকরির বাজার রয়েছে সেখানে। ফলে দেশটি খণ্ডকালীন চাকরি খোঁজার জন্য একটি ভালো বাজারে পরিণত হয়েছে। রেস্তোরাঁ, হসপিটালিটি, গ্রাহক সেবার মতো খাতগুলো খণ্ডকালীন চাকরির জন্য বেশ জনপ্রিয়।