বরিশালে স্কুলের জমি দখল করে ভবন নির্মাণ, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

এ.এ.এম হৃদয় | ২১:০৭, জুলাই ০৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনী উদ্বাস্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ভবন তৈরী করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠে রাজন মৃধা’র নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর চাঁদমারি ১১ নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মোঃ খোকন মৃধা ও সোহরাব হাওলাদার গংরা দলীয় প্রভাব খাটিয়ে উদ্বাস্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জমি দখল করে ভবন নির্মাণ করেন। এছাড়াও বিভিন্ন লোকজনকে সুদে টাকা দিয়ে ঘর বাড়ী লিখে নেওয়ার অভিযোগ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ১১ নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনীর উদ্বাস্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ মিটার থেকে লাইন নিয়ে অটোরিক্সায় চার্জ ও ঘরে ব্যবহার করছেন। ঐ এলাকায় এরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পায়নি স্থানীয়রা। এবং মোঃ খোকন মৃধা ও সোহরাব হাওলাদার, রাজন গংদের রয়েছে একাধিক ঘর। সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছে তারা। তবে স্থানীয়দের দাবি স্কুলের জমি স্কুলের থাকলে বাচ্চারা খোলা আকাশের নীচে ঠিক মতো খেলাধুলা,পড়ালেখায় মনোযোগ দিতো। কিন্তু এদের প্রভাবের কারণে আমাদের সন্তানরা ঠিক মতো স্কুলে যেতেও ভয় পায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,যে আমাদের স্কুলের জমি দখল দারিদের উচ্ছেদ করে,বাচ্চাদের খেলাধুলা করার জন্য ও মাদকদ্রব্য থেকে যুবকদের বাচাতে অনুরোধ রইলো।নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের শিক্ষকরা বলেন, স্কুলের নামে ২০ শতংশ জমি আছে, স্কুল কমিটির সদস্য হয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের জমি দখল করে নিয়েছে। এদের কারণে কমল মতি বাচ্চাদের খেলাধুলা করা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে অভিযুক্তরা বলেন,আমরা সরকারি জমিতে ছেলে মেয়ে নিয়ে বসবাস করি, স্কুলের বিদ্যুৎ ব্যবহার করি না। আমাদের একটা মাত্র ঘর রয়েছে। এবিষয়ে ১১নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান বলেন, উদ্বাস্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিটা মোঃ খোকন মৃধা ও সোহরাব হাওলাদার গংরা দলীয় প্রভাব খাটিয়ে দখল করেছে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য আমি তাদের জমিটা ছেড়ে দিতে বলছি, কিন্তু তারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করছে না কেউ।জমিটা খালি করার জন্য তাদের অনেক বার বলা হয়েছে এরা কথা শুনে না।