নিজের ভাতার টাকা বিসিসির ত্রাণ তহবিলে দিলেন শারিরীক প্রতিবন্ধী বাদশা

কামরুন নাহার | ১৭:৫৮, এপ্রিল ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। নিজের ভাতার টাকা বরিশাল সিটি কর্পোরেশনের ত্রান তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করেন নগরীর শারিরীক প্রতিবন্ধী মো বাদশা খান। বুধবার বিকেল ৪ টায় সি‌টি কর্পোরেশ‌নের প্রশাসনিক কর্মকর্তা মোয়া‌জ্জেম হো‌সে‌নের হা‌তে বিসিসির ত্রাণ তহবিলে জমা দেয়া টাকার রশিদ তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৬ শত টাকা ভাতা পান তিনি। ৫ মাসের ভাতার তিন হাজার টাকা পহেলা রমজান তিনি উত্তোলন করেন ব্যাংক থেকে। এছাড়া তার হাতে জমানো ছিলো ২ হাজার টাকা। এই মোট ৫ হাজার টাকা আজ দুপুরে নগরীর সদররোডস্থ জনতা ব্যাংকে সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলের এ্যাকাউন্টে জমা দেন তিনি। বিকেলে এই রশিদ মেয়রের কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে গিয়ে নিজে তুলে দেন। বাদশা বলেন, সিটি কর্পোরেশনের মেয়র বরিশাল নগরবাসীর মধ্যে যারা নিম্ন আয়ের তাদের খাবার দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে অর্ধলক্ষ নিম্ন আয়ের পরিবারকে খাবার তুলে দিয়েছেন। প্রতিদিন এই কাজে বিপুল পরিমান টাকা ব্যায় হচ্ছে। সেই ব্যয় বহনের জন্য মেয়র ত্রাণ তহবিল গঠন করেছেন। আর তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই ত্রাণ তহবিলে দান করেছেন। একই সাথে নগরীর বিত্তবানদের নগরীর নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য উদার্ত আহবান জানান তিনি। নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় বাদশা স্ত্রী, কন্যা, মা ভাইদেরসহ বসবাস করেন। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।এ প্রসঙ্গে আলাপকালে সিটি মেয়‌রের বরাত দি‌য়ে বিসিসির প্রশাস‌নিক কর্মকর্তা কাজী মোয়া‌জ্জেম হো‌সেন বলেন, বাদশা বরিশাল বাসীর গর্ব। শারিরীক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা বাকী সবার জন্য অনুকরনীয়। মেয়র মহোদয় বাদশার এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা জানান। এবং বাদশার মতো সকলকে ত্রান তহবিলে সহায়তাদানে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য গত ৬ এপ্রিল মেয়র নিজ উদ্যোগে ত্রান তহবিল গঠন করে নিজের এ পর্যন্ত প্রাপ্য সকল ভাতাদিসহ মোট ৩৫ লাখ ৫৪ হাজার টাকা তহবিলে প্রদান করেন। এছাড়া মেয়রের আহবানে সাড়া দিয়ে আরো কয়েকজন অর্থ প্রদান করেন। সব মিলিয়ে বুধবার পর্যন্ত তহবিলে ১ কোটি ৫লাখ ৪ হাজার টাকা জমা পড়েছে বলে জানা গেছে।