আমতলীতে বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক : আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে বাস চাপায় মঞ্জু খান (৪৮) নামে পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন নিহত মঞ্জুখান পটুয়াখালী হেতালিয়া বাজারের একজন ব্যবসায়ী। শুক্রবার (২৮ জুন) সকালেরর দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটা যাচ্ছিল।
বাসটি শুক্রবার সকালের দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা মঞ্জুখানের মোটরসাইকেলটিকে চাপা দিলে মঞ্জু খান (৪৮) এবং মোতালেব হাওলাদার (৫০) নামে দু’জন গুরুতর আহত হন।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।এসময় বরিশাল নেওয়ার পথে মঞ্জু খান মারা যান।
নিহত মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকার একজন মাছ ব্যবসায়ী। পুলিশ ঘাতক বাসটি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার পরপরই বাসটি আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।