বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক : জেলা সদর উপজেলা থেকে ইয়াবাসহ আসাদুজ্জামান কনির (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান ওই ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
ডিবির ওসি মো. বশির আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানোর হয়েছে। তার কাছে প্রায় ৯০ হাজার টাকার অবৈধ মাদকদ্রব্য পাওয়া গেছে।