ঝালকাঠিতে ভালো কাজের সীকৃতি স্বরুপ আইজিপির পুরস্কার পেলেন মাসুদ রানা

আল-আমিন | ২০:২৮, জুন ২৪ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক: পেশাগত জীবনে দ্বায়িত্ব পালনে সততা,মেধা ও দক্ষতার সাক্ষর রাখায় আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন ঝালকাঠির রাজাপুর সার্কেল অফিসার মো: মাসুদ রানা। গতকাল পুলিশ প্রধানের পক্ষ থেকে প্রদত্ত জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সরেজমিন কাঁঠালিয়া ও রাজাপুর থানা এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মো: মাসুদ রানা রাজাপুর সার্কেল অফিসার হিসেবে যোগদান করার পর থেকেই বদলে গেছে থানা পুলিশের সেবার মান। ভুক্তভোগী ও অসহায় মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে থানা পুলিশ সদস্যরা। এছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক,নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিয়ে বন্ধে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে মো: মাসুদ রানা। তারা আরও বলেন, রাজাপুর-কাঠালিয়া সার্কেল অফিসার হিসেবে যোগদান করার পর থেকে মানবিক কাজ করে যাচ্ছেন মো: মাসুদ রানা। সৎ, সাহসী এবং মানবিক পুলিশ অফিসার হিসেবে ইতোমধ্যে তিনি সকলের প্রশংসাও পেয়েছেন। এমন একজন ভালো মানুষ পুরস্কার পাওয়ায় আনন্দিত রাজাপুর ও কাঁঠালিয়াবাসী। এ বিষয় মো: মাসুদ রানা বলেন, পুরস্কার বা প্রশংসা সকল কাজ বা প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো লাগছে যে মাননীয় আইজিপি স্যার আমার ভালো কাজের মূল্যায়ন করেছেন। পুলিশের চাকুরী আমার জীবনের ৩য় চাকুরী। শিক্ষকতা ও ব্যাংক কর্মকর্তা থেকে ৩৫ তম বিসিএস দিয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগাযোগ করেছিলাম। কারণ একটাই মানুষ কে সেবা প্রদান করা। আমার কাছে সবসময়ই মনে হতো পুলিশই পারে মানুষকে সবচেয়ে বেশি সেবা দিতে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু এটা আমি নয় বরং মানুষ যখন বলবে তখন শুনতে ভালো লাগবে। রাজাপুরে যোগদানের পর থেকেই চেষ্টা করেছি অসহায় ও ভুক্তভোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে। তবে কতটুকু পেরেছি জানি সেটার বিচার সম্মানিত নাগরিকদের উপর ছেড়ে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন মানুষের জন্য কাজ করতে পারি।