কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে নিসচার মাইকিং

আল-আমিন | ২২:৩২, জুন ২২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের মাঝে মাইকিং করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন বাংলাদেশ (নিসচা) বরিশাল জেলা কমিটি। ২২ শে জুন রোজ শনিবার বরিশাল নগরীর লঞ্চঘাট, সদর রোড, আমতলা মোড়সহ বিভিন্ন সড়কে রিক্সাযোগে প্রচার-প্রচারণা চালিয়েছেন জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। এরপর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গাছের সাথে মাইক বেঁধে সচেতনতা মূলক অডিও রেকর্ডিং বাজানো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয় নিসচার সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে একযোগে আমরা কাজ করেছি। এছাড়াও পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগান বাস্তবায়নে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষে ঈদের দিনেও র্যালী,লিফলেট বিতরণসহ সচেতনতা মূলক পথসভা করেছি। গত ১৫ জুন থেকে টানা ৭ দিন এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে বরিশালে আসা যাত্রীদের কর্মস্থলে ফিরতি যাত্রা নিশ্চিত করতে আমরা আরও ৩ দিন দিন রাস্তায় থাকবো। নিরাপদ সড়ক বিনির্মানে নিসচা মাঠে ছিলো, আছে এবং থাকবে।