বরিশালে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

আল-আমিন | ২২:২৫, জুন ২২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : নগরীর উত্তর আমানগতগঞ্জের চিহ্নিত মাদক বিক্রেতা তুহিন সিকদারকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার গভীর রাতে তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) কমলেশ চন্দ্র। তবে কি সংখ্যক ফেন্সিডিল উদ্ধার হয়েছে, প্রাথমিকভাবে ডিবি পুলিশ সে তথ্য না দিলেও বলছে, তুহিন বড় মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে তুহিনকে নিয়ে মাদক উদ্ধারে আরও অভিযানের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানিয়েছে, সম্প্রতি তুহিনের পরিবার সাংবাদিক শিকদার মাহবুব ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কালুর জামাতা তুহিনকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করলো ডিবি পুলিশ। তুহিনের এই গ্রেপ্তারের খবর স্থানীয় সুশীলমহলকে স্বস্তি দিয়েছে। দাবি করা হচ্ছে, এই মাদকবিক্রেতাকে যেনো আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়। সূত্র জানিয়েছে, তুহিন বিএনপি নেতা নিজামের ছোট ভাই মামুনের মাদক ক্রয়-বিক্রয় করে। সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান অপূর্ব অপুর হত্যাচেষ্টা মামলার আসামি মামুন উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া মসজিদ লাগোয়া একটি অফিস খুলে বসে সেখান থেকে তুহিনসহ বিভিন্ন ব্যক্তিকে সরবরাহ করে। তুহিন এই মাদক তালতলী বন্দরসহ বরিশালের বিভিন্ন স্থানে খুচরা মূল্যে বিক্রি করে আসছিলো, এমন তথ্য পেয়ে কদিন ধরে তার পিছু নেয় ডিবি পুলিশ। বিস্ময়রকর বিষয় হচ্ছে, বিএনপি নেতার জামাতা তুহিনও বিএনপি কর্মী। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, তুহিন মাছের ব্যবসার অন্তরালে মাদক বাণিজ্য চালিয়ে আসছে, বিষয়টি সপ্তাহখানেক আগে বিভিন্ন মাধ্যম নিশ্চিত করে। শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়ে ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ চন্দ্র জানান, তুহিনের সাথে ব্যবসায় কারা জড়িত, তা নিশ্চিত হতে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাকে নিয়ে মাদকের আস্তানায় হানার প্রস্তুতি চলছে। এর বাইরে এই কর্মকর্তা বিস্তর কিছু বলতে না চাইলেও ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বলছে, গ্রেপ্তার তুহিন তারই এলাকার কয়েকজনের নাম প্রকাশ করেছে। তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’