বরিশালে আগুনে পুড়েছে বসতঘরসহ আটটি দোকান
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২১ জুন) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার উত্তরপাড় বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ও বর্তমান ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তর পাড় বাজারের একটি ফার্মেসী থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে টিনের তৈরি পাশাপাশি আটটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।
বানারীপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিম লিডার আরও জানান, অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন জাহান পলি প্রমুখ। উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে নগদ অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।