হিজলায় গরীব দুস্ত অসহায়দের ৯ মন চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া গরীব দুস্ত অসহায়দের চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইয়াসিন সাদেক সরোজমিনে গিয়ে হরিনাথপুর বাজারে ভাই ভাই বেকারীর গোডাউন থেকে সরকারী চাল জব্দ করে।
পরে জব্দকৃত ৯ মন চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর নিদের্শে উপজেলা সহকারী ভুমি কমিশানারের হেফাজতে নিয়ে যায়। জানাযায় মাননীয় প্রধানমন্ত্রী গরীব দুস্ত অসহায় জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল উপহার দিয়ে থাকেন।
গত শনিবার উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি চাল বিতরণ করছেন।তখন ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে ৯ মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন। এ বিষয়ে গোডাউনের মালিক আবদুর রহমান জানায় ঈদের আগের দিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না পেয়ে এ চাল আমার গোডাউনে রাখেন।
ইউপি সদস্য সায়েদ বেপারী জানায় গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে।সেখানে ৫ জন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল।তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের ভাই ভাই বেকারীর গোডাউনে মালিক আবদুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি। উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক বলেন গোপন সংবাদে জানতে পারি,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি গোডাউনে রাখা আছে।তখন প্রশাসন নিয়ে চাল জব্দ কওে নিয়ে আসি।