কোতয়ালী থানার মানবিক নারী পুলিশ এস আই দোলার বিদায়
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার মানবিক নারী পুলিশ সদস্য এস আই দোলা বিশ্বাসকে বদলি জনিত বিদায় জানালেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।গতকাল (১৯জুন) রাতে কোতয়ালী মডেল থানার (ওসি) এটিএম আরিচুল হক আনুষ্ঠানিকভাবে খুলনা রেঞ্জে বদলি জনিত বিদায় উপলক্ষে ক্রেস্ট ও ফলেল শুভেচ্ছা দিয়ে বিদায়ী আয়োজনে করেন।
এসময় উপস্থিত ছিলেন, কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত কর্মকর্তা) আমান উল্লাহ আল বারী ও অপারেশন ইন্সপেক্টর বিপ্লব মিস্ত্রীসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা। এস আই দোলা বিশ্বাস ২০২১ সালে এপ্রিল মাসে সাব ইন্সপেক্টর হিসাবে কোতয়ালী থানায় যোগদান করেন।
প্রায়ই সারে তিন বছরের অধিককাল কোতয়ালী থানায় মানবতার নজির স্থাপন করে গেছেন। করোনাকালীন সময় বিভিন্ন অলি/গলিতে সমাজে অসহায় ও গরীব মানু্ষদের পাশে দাড়িয়ে সহযোগীতা করেছেন। তিনি সমাজে ঘরে পড়ে থাকা শারীরিক প্রতিবন্ধী অসহায়, পথশিশু, ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন। তিনি করোনাকালীন তার ব্যক্তিগত জমানো টাকা তুলে করোনা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছেন।
এসআই দোলা বিশ্বাস জানান পুলিশ জনগনের সবচেয়ে কাছে কাজ করার সুযোগ পাই এবং চাইলে জনগনের সত্যিকারের বন্ধু হতে পারে। সেই লক্ষে তিনি চাকুরীর পাশাপাশি মানবিক কাজ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল ও দেশের জন্যে মানবিক কাজে ভূমিকা রাখতে চান।