উজিরপুরে ইউপি সদস্য কর্তৃক উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হা*ম*লা

আল-আমিন | ২১:২৯, জুন ২০ ২০২৪ মিনিট

বরিশাল জেলার উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য কর্তৃক উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জুন রাত ৮ টার দিকে উজিরপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ার নাম অন্তর্ভুক্ত করার জন্য বামরাইল ইউনিয়নের ধামসর বাজারে পৌঁছামাত্র ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন অতর্কিত হামলা চালায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনায় উপ-সহকারী মোঃ হেলাল উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন এর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই রাকিব হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে মামলা নেয়া হবে। আহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে পরবর্তীতে মামলা দায়ের করা হবে। অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন জানান,ভূল বুঝাবুঝি হয়েছে অচিরেই তা মিমাংসা করা হবে। এদিকে হামলাকারী বেপরোয়া ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে বিচারের দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।