বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

আল-আমিন | ২০:১৩, জুন ১৬ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরায় বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৯০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় সামুদ্রিক মাছ শিকারের দায়ে দুটি মাছ ধরা ট্রলারও জব্দ করা হয়। শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গভীর সমুদ্রে ৬৫ দিনের চলমান মাছ শিকারের নিষেধাজ্ঞার পরও কিছু অসাধু জেলেরা গোপনে সমুদ্রে গিয়ে মাছ শিকার করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার সালেহ মাস্টার নামে একটি বরফকল সংলগ্ন এলাকার নদীতে এফভি মা এবং ট্রলিং বোট এফভি মাহিয়ান খান নামের দুটি ট্রলারে তল্লাশি করা হয়। এসময় ট্রলার দুটিতে প্রায় ১ হাজার ৬৯০ কেজি পোয়া, ছুড়ি, চিংড়ি, ঢেলা মাছসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে নিষেধাজ্ঞার সময়ে সামুদ্রিক মাছ শিকার করার দায়ে ট্রলারে থাকা ১৩ জেলেকে আটক করে ট্রলার দুটিকেও জব্দ করা হয়। এ বিষয়ে পাথরঘাটা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, জব্দকৃত মাছ ও ট্রলারসহ আটক ১৩ জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে জব্দকৃত মাছ নিলামে বিক্রিসহ ট্রলারদুটিকে ৮০ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আটকৃত জেলেদেরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।