বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে বিদায়ী সেনাপ্রধানকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল অঞ্চলের সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (১৫ জুন) সকালে ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে শেখ হাসিনা সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিদায়ী দরবার গ্রহণ করেন তিনি।
দরবার শেষে সেনানিবাসের অফিসার্স হলের সামনে ক্রিসমাস ট্রি রোপণ করেন তিনি। পরে ৭ পদাতিক ডিভিশনের জিওসি, জেসিও এবং অন্যান্য সেনাসদস্যগণ সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধানকে বিদায়ী সংবর্ধনা জানায়।
অনুষ্ঠানে সেনাসদরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণসহ জেনারেল অফিসার কমান্ডিং ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনা কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ, অসামরিক কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।’