ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশাল নদী বন্দরে সরব কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহায় নদীপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছেন কোস্টগার্ডের সদস্যরা। শনিবার (১৫ জুন) সকাল থেকে বরিশাল নদী বন্দরে টহল দিতে দেখা যায় তাদের।মেহেন্দিগঞ্জ ও ভোলামুখী যাত্রীদের চাপ বেড়েছে। দক্ষিণ জোন কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেনের উপস্থিতিতে সদস্যরা রুট পারমিটসহ বিভিন্ন লঞ্চের চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেছেন।
পাশাপাশি সার্ভে সনদ অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম রয়েছে কিনা, তা যেমন পরীক্ষা করেছে, তেমনি লঞ্চে নিয়মানুযায়ী দক্ষ মাস্টার, সুকানী, ড্রাইভারের উপস্থিতিও পরীক্ষা করেছেন তারা। এছাড়া বন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়ে সন্দেহজনক ব্যক্তির ব্যাগও তল্লাশি করা হচ্ছে।
লঞ্চের মাস্টাররা জানিয়েছেন, কোস্টগার্ডের উপস্থিতির কারণে টার্মিনালে শৃঙ্খলা ফিরেছে। কেউ নির্ধারিত সময়ের বেশি অপেক্ষা করে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কথা ভাবছেন না, ফলে দুর্ঘটনা ঘটার শঙ্কাও কম রয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে চালক ও যাত্রীদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।