গরুর ছবি তোলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত-১০

আল-আমিন | ১৮:০০, জুন ১৫ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাবনাতলা গরুর হাটে গরুর ছবি তোলা নিয়ে বৃহস্পতিবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলার ঘারুয়া বাজারে গ্রাম্য ডাক্তার লালন মোড়লকে মারধর করা হয়। এ নিয়ে দুই গ্রামবাসীর মাঝে ফের সংঘর্ষ বাধে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বাবনাতলা হাটে পীরেরচর গ্রামের একটি গরুর ছবি মোবাইল ফোনে ধারণ করেন গঙ্গাদরদী গ্রামের আরিফ মুন্সী। এ সময় চৌকিঘাটা গ্রামের নিরব বিশ্বাস ছবি তুলতে নিষেধ করেন। এ নিয়ে চৌকিঘাটা ও গঙ্গাদরদী গ্রামের কয়েকজনের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি হয়। এ সময় চৌকিঘাটা গ্রামের নিরব ও আরিফ বিশ্বাসসহ ৪-৫ জন গুরুতর আহত হন। হাটের মারামারির সূত্র ধরে পরদিন শুক্রবার সকালে চৌকিঘাটা গ্রামের পলাশ বিশ্বাসের নেতৃত্বে ১৫-২০ যুবক ঘারুয়া বাজারে লালন ডাক্তারের দোকানে ঢুকে তাদের মারধর করে। এ সময় ডাক্তার লালন মোড়ল, সম্রাট মোড়লসহ ১০ জন আহত হন। ডাক্তার লালন মোড়লকে মারধরের খবর গঙ্গাদরদী গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র হয়ে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি, টেঁটা ও কাতরা নিয়ে চৌকিঘাটা গ্রামের দিকে আসতে থাকে। এ ঘটনায় অত্র এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল ইসলাম তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে তাদের গতিরোধ করায় বড় ধরনের সংঘাত থেকে রক্ষা পান দুই গ্রামের মানুষ। শনিবার (১৫ জুন) সকাল পর্যন্ত কোন মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন।