বরিশাল মাদক কেনার টাকার জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া, নিজের বুকে ছু*রি চালাল কিশোর

আল-আমিন | ১৮:৫৫, জুন ১৪ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এক কিশোর নিজের বুকে ছুরি চালিয়েছে। পরে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বরিশাল নগরের বিএম স্কুল রোডে এ ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। ওই কিশোরের নাম মো. রাফি (১৬)। সে বিএম স্কুল রোডের বাসিন্দা মৃত মো. মোতালেবের ছেলে। এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে রাফি। রাফির ভগ্নিপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কিনতে বোনের কাছে টাকা চায়। এ নিয়ে ছোট ভাই রেদোয়ানের সঙ্গে তার তর্ক হয়। তখন নিজেকে শেষ করে দেবে বলে হুমকি দিয়ে আম কাটার ছুরি হাতে নেয়। রেদোয়ান বাঁধা দিতে গেলে ওই ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে রাফি। রেদোয়ানের চিৎকারে সবাই গিয়ে রাফিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিদর্শক আমানুল্লাহ আল বারী বলেন, ভাইয়ের সঙ্গে তর্ক করে নিজেই নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রাফি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।