শংকর মঠের সভাপ‌তি লিমন, সম্পাদক তপু

আল-আমিন | ০১:৫৯, জুন ১৪ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতি‌বেদক: শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টি ১৪৩১ ও ১৪৩২ বঙ্গাব্দ এর নতুন ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। বুধবার ক‌মি‌টির অনু‌মোদন দেয় শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্ট এর সভাপ‌তি রাখাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক বাসু‌দেব কর্মকার ভাষাই। শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টি‌তে দুই বছর মেয়াদে পুনরায় সভাপ‌তি প‌দে লিমন কৃষ্ণ সাহা কানু ও সাধারণ সম্পাদক প‌দে দা‌য়িত্ব প্রদান করা হ‌য়ে‌ছে তন্ময় দাস তপু‌কে। এছাড়া ক‌মি‌টির "সমন্বয়ক" এর দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে মিন্টু চন্দ্র রায়কে। অন‌্যদি‌কে ১নং সহ সভাপ‌তি রণ‌জিৎ দাস, ১নং সহ সম্পাদক আকাশ দাস ও সাংগঠ‌নিক সম্পাদক প‌দে সুভাষ দাস‌কে দা‌য়িত্ব প্রদান ক‌রে‌ছে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্ট। শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্ট এর এক নো‌টি‌শের মাধ‌্যমে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যায় উপমহাদেশের ঐতিহ্যবাহি শ্রীশ্রী শংকর মঠ এর যোগমায়া দে অফিস কক্ষে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ১ জিয়াউর রহমান বিপ্লব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি ভানু লাল দে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা কে সংবর্ধনার আয়োজন করে শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটি। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের এই তিন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দাস তপু গত বছরের আয় ব্যয়ের হিসাব ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন খুব স্বচ্ছতার সাথে। উক্ত বার্ষিক প্রতিবেদনে শারদীয় দুর্গোৎসব, শ্রীশ্রী কালী মাতার পূজা ও শিব চতুর্দ্দশী উৎসব উদযাপনের পর ১ লক্ষ ৫৩ হাজার ৭৮৯ টাকা উদ্বৃত্ত ছিলো বলে উল্লেখ করা হয়। যা দিয়ে মন্দির প্রাঙ্গনে অন্যান্য উৎসব আয়োজন ও উন্নয়নমূলক কর্মকান্ড করেছে উক্ত কমিটি। শ্রীশ্রী শংকর মঠ পূজা উদ্যাপন কমিটি ১৪৩০ বাং গত বছর যেভাবে উৎসব উদযাপন করেছে তা শ্রীশ্রী শংকর মঠ এ দৃষ্টান্ত। সারা বরিশালে প্রশংসা কুড়িয়েছে এই কমিটি। সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্যানেল মেয়র ১ জিয়াউর রহমান বিপ্লব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি ভানু লাল দে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযপপন কমিটি ১৪৩০ বাং এর বেশ প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অনাড়ম্বর পরিবেশে পূজা উদ্যাপনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সহ সভাপত সুরঞ্জিৎ দত্ত লিটু, সহ সম্পাদক অপূর্ব দাস অপু, শুভ সেন, সাংগঠনিক সম্পাদক স্বপন কর, কোষাধ্যক্ষ তন্ময় দে, প্রচার সম্পাদক অসিত রায়, দপ্তর সম্পাদক রনজিৎ সেনগুপ্ত ও মন্দির সংরক্ষণ বিষয় সম্পাদক সুব্রত সিকদার বিদ্যুৎ তাদের বক্তব্যে বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেন এবং শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটি ১৪৩০ বাং এর সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু ও সাধারণ সম্পাদক তন্ময় দাস তপুসহ পূজা কমিটির সকল সদস্যর ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই কমিটি বহাল রাখার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। এসময় উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ও শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সদস্যরা বিষয়টিকে সমর্থন জানান। উক্ত বিষয়গুলো পর্যালোচনা করে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্ট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যেহেতু গত বছর ব্যাপক সফলতার সাথে সকল অনুষ্ঠান সম্পন্ন করেছে এই কমিটি সেহেতু আগামী দুই বছর অর্থাৎ ১৪৩১ ও ১৪৩২ বঙ্গাব্দে শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটিতে লিমন কৃষ্ণ সাহা কানু সভাপতি ও তন্ময় দাস তপু কে সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হলো।