ঝালকাঠিতে সাপের কামড়ে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

আল-আমিন | ১৮:০৫, জুন ১৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলায় সাপড়ের কামড়ে হ্যাপী আক্তার (৩২) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হেতাল বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার নিশ্চিত করেছেন। হ্যাপী আক্তার ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন অর রসিদের পুত্রবধূ ও পুলিশ সদস্য অলিউল ইসলামের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘরের কাজ করার সময় গৃহবধূকে সাপ ছোবল দিয়ে সরে যায়। তার ডাক চিৎকারে স্বজনরা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি নাসির উদ্দীন সরকার।