আইনমন্ত্রী পরিচয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়া যুবক গ্রেফতার

আল-আমিন | ১৮:৪৭, জুন ১২ ২০২৪ মিনিট

বরিশাল ব্যুরো।। আইনমন্ত্রী পরিচয় দিয়ে বরিশাল নগরী থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়া সাফিরুল(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত বছরের জুলাই মাসে আইনমন্ত্রী পরিচয় দিয়ে নগরীর এ্যাড: আমিন উদ্দিন মোহন নামের এক ব্যাক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক সাফিরুল। ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে (১১জুন)মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে প্রতারক সাফিরুলকে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর রাহাতুল। সাফিরুল ওই এলাকার ছাগলহাটি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত সাফিরুলের বিরুদ্ধে ভুক্তভোগী এ্যাড: আমিন উদ্দিন মোহনের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী আমিন উদ্দিন মোহন বলেন, গত বছর ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হক নামের একটি আইডির মাধ্যমে কথা হয়। ম্যাসেঞ্জারে বিভিন্ন কথার এক পর্যায়ে তাকে আমি আড়াই লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাই। যখন বুঝত পেরেছি যে আমি প্রতারকের খপ্পরে পরেছি। তখন কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করি। প্রায় এক বছর পরে ১১জুন মঙ্গলবার তাকে চাপাইনবয়াবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।