স্ত্রীকে হত্যার পর লাশ ঘরে রেখে থানায় গেলেন স্বামী

আল-আমিন | ১৪:৫৯, জুন ১২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে সিনথিয়া ইসলাম খুসবু (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আলী আক্কাস রনি (২৫)। বুধবার (১২ জুন) সকালের দিকে পৌরসভার পূর্ব চরগনেশ শেখ পাড়া এলাকার আলমগীর হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা দুইজনই বরিশালের ভোলা এলাকার বাসিন্দা। স্বামীর কর্মসূত্রে সিনথিয়া সোনাগাজীতে একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেন রনি। রনি সোনাগাজীতে ফুটপাতে জুতার ব্যবসায় করতেন। সেই সুবাদে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার রাতেও বাসায় বাজার আনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ভোর ৫টার দিকে খুসবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। সকাল সাড়ে ৭টার দিকে থানায় এসে পুলিশের কাছে রনি নিজেই এ হত্যাকাণ্ডের বর্ণনা দেন। সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আসামি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।