বরিশালে দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন, রক্ত দিয়ে লিখলেন স্মারকলিপি

আল-আমিন | ১৬:১১, জুন ১১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার আগেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকদের রক্তদিয়ে লেখা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন শিক্ষক–কর্মচারীরা। পরে শিক্ষক নেতারা বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা জাতীয়করণ। শিক্ষাক্ষেত্রে সরকারি- বেসরকারি খাতে বিরাজমান বৈষম্য দুর করে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং শতভাগ ঘরভাড়া প্রদানের দাবি জানাই। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগের সমন্বয়কারী অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. জলিলুর রহমান, অধ্যক্ষ প্রনব কুমার বেপারীসহ অন্যান্যরা। মানববন্ধনো শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেরাও অংশ নেন।