পিরোজপুরে অনাথ ছেলেকে এতিমখানার সাবেক সভাপতির মারধর

আল-আমিন | ২১:১৭, জুন ০৯ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে এতিমখানার সাবেক সভাপতির মারধরে মো. মেহেদী হাসান (১৫) নামের এক অনাথ ছেলে আহত হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে এতিমখানার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন । এতিমখানার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, ‘শাহআলম শেখ খুবই রাগী মানুষ। তিনি এতিমখানার সভাপতি থাকার সময় একটি ছেলেকে বেদম মারধর করেছিলেন । গতকাল শনিবার জোহর নামাজের পর অনাথ ছেলেটি মসজিদে নামাজের জন্য ঢোকে । এ সময় সে পা পিছলে পড়ে যায় । দাঁড়িয়ে পা ঝাঁকি দিলে পেছন থেকে আসা আরেকটি ছেলের গায়ে লাগে। বিষয়টি শাহ আলম দেখে এগিয়ে গিয়ে মেহেদীকে হাতপাখার ডাঁট দিয়ে বেদম মারধর করেন। তা ছাড়া বেশ কয়েকটি চড় দেন। তাতে ছেলেটি বেশ আহত হয়েছে। ছেলেটি পাশের ব্যাসকাঠী পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে।’ অভিযুক্ত শাহআলম শেখ বলেন, ‘ছেলেটি মসজিদে ঢুকে একটি ছেলের গায়ে লাথি দিয়েছে। বিষয়টি দেখে আমি তাকে একটু শাসন করেছি । তাতে এমন কী হয়েছে?’ এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, ‘এ ব্যাপারে ইউএনও মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আমাকে তদন্তভার দিয়েছেন। আমি দুই দিনের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেব।’