কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে “বিশ্ব সমুদ্র দিবস”
“সমুদ্র বিষয়ে নতুন করে জাগ্রত করা” এমন শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে “বিশ্ব সমুদ্র দিবস”। ইউএসএইডএর অর্থায়নে ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এ দিবসের আয়োজন করে।এ উপলক্ষ্যে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সৈকতে পর্যটকদের ফেলে রাখা ময়লা অবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন বøু-গার্ড সদস্যরা। এ সময় সমুদ্রে একটি কচ্ছপ অবমুক্ত করা হয়। এর আগে জিরো পায়েন্ট সংলগ্ন কাজী বাড়ি এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন কুয়াকাটা পাঞ্জুপাড়া মৎস্য সংরক্ষণ দলের সভাপতি মো.আবুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডফিশ ইকোফিশ ২ এর সহকারী গবেষক মো.বখতিয়ার রহমান। অনুষ্ঠানে জেলে, জেলে পরিবার ও ব্লু-গার্ড সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।