বরগুনায় পুকুরে মিলল নিখোঁজ নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক : জেলার তালতলীতে একটি পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড় গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমা বেগম একই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সালমা বেগম ঘর থেকে কাপড় নিয়ে গোসল করতে বের হন।
এরপর থেকে তিনি নিখোঁজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির পুকুরে সালমা বেগমের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে তালতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় পুকুর ঘাটে তার কাপড় পাওয়া যায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, নিহত সালমা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।