কুয়াকাটা সৈকতে ভেসে এল ১০ ফুট লম্বা মৃত ডলফিন
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। এর পুরো শরীরের চামড়া ওঠানো।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে ডলফিনটিকে তীরে আসতে দেখি। ওর শরীরের ওপরের চামড়া ওঠানো। দেখে মনে হচ্ছে, গত দুই-তিন আগে মারা গেছে। পরে বন বিভাগ ও ইকো ফিশকে খবর দেওয়া হয়।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পেয়ে বন বিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা মৃত ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে ডলফিনের মৃত্যুর কারণ বের করা হয়।’ এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’