বরিশাল নগরীতে দুই মিষ্টির দোকানে জরিমানা

কামরুন নাহার | ১৫:২৬, এপ্রিল ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে নোংরা পরিবেশ এবং সামাজিক দূরত্ব না মেনে দ্রব্য বিক্রির অপরাধের দুই মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর বাজার রোড এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন অফিসার ও সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, রমজান উপলক্ষে বাজার তদারকি ও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এসময় বাজাররোড এলাকায় নোংরা পরিবেশ ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে মিষ্টি বিক্রয় করায় আলাউদ্দিন সুইটসকে তিন হাজার এবং মধু সুইটসকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও চকবাজার ও নাজিরের পুল এলাকায় মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সচেতন করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ডা: রবিউল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।