পটুয়াখালীতে গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রায় এক কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার করেছে পুলিশ।বিকেলে উপজেলা সদর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল হোসেন ও তার মা আনোয়ারা বেগম।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হোসেন ও আনোয়ারা বেগম মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা ১৫ বছর যাবৎ মাদক ব্যবসা করেছে বলে জানায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।