ঝালকাঠিতে অটোরিকশার চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আল-আমিন | ১৬:২৪, জুন ০২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে অটোরিকশার চালক মাহফুজুর রহমানের (২৩) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২ জুন) সকালে এই দাবিতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করেন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর রেজাউল করিম জাকির, নিহত মাহফুজুর রহমানের নানী আলেয়া বেগম, স্থানীয় মাহফুজুর রহমান সালাম, আমিন হাওলাদার, গোলাম রাব্বানী। বক্তারা বলেন, পারিবারিক বিরোধের জের ধরে হত্যার শিকার হয় মাহফুজুর রহমান। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগমকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তারা বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারকে দ্রুত গ্রেফতার করা দাবি জানানো হয়। পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই মামলাটি সিআইডি কাছে হস্তান্তর করা দাবি জানানো হয়। প্রসঙ্গত, আমির আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের পারিবারিক বিরোধ চলছিল। শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বসতঘরে এসে তাদের কুপিয়ে জখম করে অভিযুক্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এসময় উন্নত চিকিৎসার জন্য তার বাবা-মাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহত মাহফুজুর রহমানের নানি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঝালকাঠির থানার ওসি মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।