পুলিশি পাহারায় চালু হলো ফরচুন সুজ, গুলিবর্ষণ নিয়ে প্রশ্ন

আল-আমিন | ২২:৩৮, মে ২৫ ২০২৪ মিনিট

শ্রমিকদের আন্দোলনের মুখে বকেয়া বেতন পরিশোধ করেছে ফরচুন সুজ লিমিটেড। বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টার মধ্যে কারখানার প্রায় সাড়ে তিন হাজার শ্রমিককে বেতন দেওয়া হয়। সেই সঙ্গে শ্রমিকদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ারও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ওইদিনের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার কারখানা বন্ধ রাখার পর শনিবার (২৫ মে) পুলিশি পাহারায় পুনরায় চালু করা হয়েছে জুতা রপ্তানিকারক এই প্রতিষ্ঠানটি। তবে শতভাগ শ্রমিক কাজে যোগ দেননি। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, আন্দোলনরত শ্রমিকরা যেন চাকরিচ্যুত না হন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি মেনেও নিয়েছে ফরচুন কর্তৃপক্ষ। ফরচুন সুজের চেয়ারম্যান মিজানুর রহমান সব শ্রমিকের সামনে এবং বৈঠকে আমাদের নিশ্চিত করেন শ্রমিকরা যেসব ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন তার সবই তিনি মেনে নিয়েছেন। মনদীপ ঘরাই বলেন, তিনটি কারখানার সকল শ্রমিকদের এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়েছে। কারখানার মধ্যে যারা শ্রমিকদের মারধর করতো বলে অভিযোগ উঠেছে তাদের বদলি করে কোম্পানির অন্য কারখানায় পাঠানো হয়েছে। শ্রমিকদের ওপর গুলির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, শ্রমিক আইন লঙ্ঘনের বিষয়ে শ্রমিকরা কারখানার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন সে বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশালের উপ-মহাপরিদর্শক এসেছিলেন। রোববার এই অধিদপ্তরের পক্ষ থেকে কারখানা পরিদর্শন করে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।