বরিশালে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র

আল-আমিন | ২২:৩০, মে ২৫ ২০২৪ মিনিট

বরিশালে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৫৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। শনিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। সভায় জেলা প্রশাসক বলেন, বরিশাল জেলায় ৫৪১ টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ জেলার সকল স্কুল কলেজের ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ৯৩ মেট্রিক টন চাল, নগদ পাঁচ লাখ টাকা ও শুকনো খাবার মজুত রাখা রয়েছে। পাশাপাশি জেলার ১০ উপজেলায় নদী বেষ্টিত বা উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর ছুটি বাতিলের পাশাপাশি প্রত্যেককে মোবাইল ফোনে যোগাযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করে সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছেl সভায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময়ে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় মোট ৯৮টি মেডিকেল টিম মাঠে কাজ করবে। এসময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানসহ ফায়ার সার্ভিস, সিপিপি, আনসার, ত্রাণ ও পূর্নবাসন, র্যাব ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।