ঘূর্ণিঝড় রেমাল/ পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ সাইক্লোন শেল্টার

আল-আমিন | ১৮:১৭, মে ২৫ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় পটুয়াখালীতে জরুরি প্রস্তুতি সভা হয়েছে। সম্ভাব্য এ ঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭০৩ সাইক্লোন শেল্টার। আজ শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের দরবার হলে এ সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। তিনি জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা ৭০৩টি সাইক্লোন শেল্টারে তিন লাখ ৫১ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবেন। সেইসঙ্গে সেখানে ৮৭ হাজার ৮৩৫টি গবাদি পশু রাখা যাবে। এ ছাড়া ৩৫টি মুজিব কিল্লায় ১২ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। প্রস্তুত রাখা হয়েছে ৭৩০ টন চাল, ১০ লক্ষ টাকার শিশুখাদ্য, ১০ লক্ষ টাকার গোখাদ্য। শুকনা খাবার রয়েছে এক হাজার ৫০০ প্যাকেট। নগদ রয়েছে ২৪ লাখ সাত হাজার ৫০০ টাকা। উপকূলের মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির নয় হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। তিনি জানান, জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে; যাদের সংরক্ষণে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে। তিনি বলেন, এক হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে; এর মধ্যে অতিঝুকিতে রয়েছে দেড় কিলোমিটার। দুর্যোগের সময় কোথাও ভাঙন দেখা দিলে তা মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীতে ৮৭ হাজার হেক্টর জমিতে মুগ ডাল রয়েছে; যা দ্বিতীয় দফায় উত্তোলন কার্যক্রম চলছে। এ ছাড়া ২০ হাজার হেক্টর জমিতে আধা-পাকা বোরো ধান রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ পরিণত হবে। এরপর এটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রোববার দুপুরের পর বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’। এ নাম প্রস্তাব করেছে ওমান, আরবিতে যার অর্থ ‘বালি’।’