মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী মহিনকে গ্রেফতারের দাবিতে উজিরপুরে বিক্ষোভ মিছিল

আল-আমিন | ২০:১৩, মে ২৪ ২০২৪ মিনিট

মহানবী (সাঃ) নিয়ে কটুক্তিকারী মহিন রায়কে গ্রেফতারের দাবিতে উজিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মুসল্লী। উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী মহিন রায়কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধামুরা বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা রুহুল আমিন এর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আগৈলঝাড়া উপজেলার পূর্ব নীল খোলা জামে মসজিদের ইমাম রাজ্জাকের নেতৃত্বে মুসল্লীরা উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে যোগ দেন। মাও রুহুল আমিন তার সমাপনী বক্তব্যে কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ জনতা শ্লোগান দেন, ‘রাসৃল আমার ভালোবাসা, রাসূল আমার আদর্শ; রাসূলের অপমান সইব না, সইব না; মহিনের দুই গালে , জুতা মারো তালে তালে; বিশ্বের মুসলিম এক হও, এক হও’ এ শ্লোগান দেন। এছাড়া আড়াইটার দিকে ইচলাদী বাসস্ট্যান্ডে উজিরপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ডি, এম আলামিনের নেতৃত্বে মুসল্লীরা মানববন্ধন করে। সোয়া ২ টার দিকে ডাবেরকুল বাজারে স্থানীয় মসজিদের মুসল্লীরা মহিন রায়কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশের টিম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিলো।