বরিশালে বিয়ে করতে এসে নদীতে গোসল করতে নেমে বর নিখোঁজ

আল-আমিন | ২০:০৪, মে ২৪ ২০২৪ মিনিট

বরিশাল জেলার উজিরপুরে বিয়ে করতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে বর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়- উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামের মৃত মোঃ নাসির উদ্দিন সিকদারের মেয়ে নিপা আক্তারের (২০) সাথে বাকেরগঞ্জ উপজেলার মোঃ মিন্টু খানের ছেলে আরিফ খানের (২৫) বিবাহের দিন ধার্য হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে বিবাহের জন্য ঢাকা থেকে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে কনের বাড়িতে বিয়ে করতে আসে। বেলা ১১ টার দিকে তাদের বিবাহ হয়। বিবাহর পরে কনের বাড়িতে কনের পরিবারের লোকজন দুইজনকে গায়ে হলুদ মাখে এরপর ১২ টার দিকে বর আরিফ খান ও তার ভাই সজিব খান ও তারেক খানকে নিয়ে কনের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে চতল বাড়ি বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে হঠাৎ বর আরিফ তলিয়ে যায়। ছোট ভাই নিজে বাঁচার জন্য চেষ্টা করায় গেঞ্জি ছিড়ে আরিফ তলিয়ে যায়। তারা কেউ সাতার কাটতে জানতো না। উজিরপুর ফায়ার সার্ভিস নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার হয়নি।