বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের ২ সদস্য আটক

আল-আমিন | ১৯:৩৭, মে ২৪ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও চোরাই আলামত নগদ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ মে) রাত ২ টার দিকে নগরীর ৩নং ওয়ার্ডস্থ আব্দুর রব সের‌নিয়াবাত ক‌লে‌জের পিছ‌নে মোঃ গিয়াস উ‌দ্দিন আকনের বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরিশাল সদর উপজেলার টু‌ঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মৃত করম আলীর ছেলে মোঃ ম‌নির খান (৪৫) ও একই ইউনিয়নের সিং‌হেরকা‌ঠি গ্রামের মৃত সেকান্দার আলী খানের ছেলে রিপন খান (৪৫)। পুলিশ জানায়- শুক্রবার ২ টার দিকে দুর্ধর্ষ পেশাদার চোর চক্র বাসা-বাড়িতে চুরি করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই মোঃ ইব্রাহীম খ‌লিল, এএসআই মোঃ মাসুম বিল্লাহ ও সংগীয় ফোর্সের সমন্বিত বিশেষ অভিযানিক টিম নগরীর ৩নং ওয়ার্ডস্থ আব্দুর রব সের‌নিয়াবাত ক‌লে‌জের পিছ‌নে মোঃ গিয়াস উ‌দ্দিন আকনের বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও চোরাই আলামত নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন- দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চোরদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।