পটুয়াখালীতে বজ্রপাতের শব্দে অচেতন হয়ে দুই স্কুলছাত্রী হাসপাতলে

আল-আমিন | ১৯:০৬, মে ১৯ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে বজ্রপাতের শব্দে দুই স্কুলছাত্রী অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলার ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া দুই স্কুলছাত্রী হলো- আশামনি (১৫) ও মীম (১১)। বিদ্যালয়ের শিক্ষক সানাউল তালুকদার জানান, দুপুর ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের মধ্যে শ্রেণি কক্ষের কাছাকাছি বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অচেতন হয়ে পড়ে দশম শ্রেণির ছাত্রী আশামনি ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মীম।এরপর এদের শ্বাসকষ্ট দেখা দিলে, বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, অসুস্থ দুই ছাত্রীর স্যালাইন দেওয়া হয়েছে ও চিকিৎসা চলছে।