বরিশালে হেলমেট ছাড়াই খোলা বাজারে মিলছে জ্বালানি তেল

আল-আমিন | ২১:৩৮, মে ১৭ ২০২৪ মিনিট

‘নো হেলমেট নো ফুয়েল’ আইনেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশালে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা । সড়ক দূর্ঘটনায় প্রাণহানি রোধে বর্তমান সরকার সম্প্রতি এক প্রজ্ঞাপনে ‘নো হেলমেট নো ফুয়েল’ অর্থাৎ হেলমেট বিহীন মোটরসাইকেল নিয়ে তেল ক্রয় করতে আসলে তাদেরকে তেল দেয়া থেকে বিরত থাকতে পাম্প মালিকদের নির্দেশনা প্রদান করেছে। কিন্তু বরিশালে এই আইনের বাস্তবায়নের পর থেকেই হেলমেট বিহীন মোটরসাইকেল চালকরা ছুটছেন খোলা বাজারের তেল বিক্রেতাদের কাছে। আইনের তোয়াক্কা না করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি করছেন বরিশালের বিভিন্ন সড়কের পাশে থাকা খোলা বাজারের জ্বালানি তেল বিক্রেতারা। তবে অবশ্য তারা বলছেন ভিন্ন কথা। আইন অমান্য নয় বরং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোন নির্দেশনা দেয়া হয়নি বলেই তেল বিক্রি করছেন তারা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং,পুরানপারা, বাঁশেরহাটখোলা, মরকখোলা পোল, গুপ্ত কর্নার, হাটখোলা, বান্দ রোড, বেলতলা, তালতলি, সাগরদি বাজার, কাশিপুর, লঞ্চঘাট, রূপাতলিসহ নগরীর বিভিন্ন খোলা বাজারের তেল বিক্রেতারা কোন রকম আইনের তোয়াক্কা না করেই হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি করছেন। এদিকে তেলের পাম্পে হেলমেট ছাড়া তেল বিক্রি বন্ধের পর থেকেই খোলা বাজারে ভীড় জমাচ্ছেন অসচেতন এ সকল মোটরসাইকেল চালকরা। এদিকে তেল পাম্প কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, খোলা বাজারে অবৈধ তেল বিক্রেতাদেরকে হেলমেট বিহীন তেল বিক্রিতে কোন নির্দেশনা না দেওয়ায় পেট্রোল পাম্প গুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ সময় সকলের উপরে সমানভাবে আইন প্রয়োগ করার দাবি জানান তারা। এরআগে শুধু ঢাকা মহানগরীতে মোটরসাইকেল চালক ও আরোহীর মাথায় হেলমেট না থাকলে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও ১৫ মে (বুধবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ( বিআরটিএ ) কার্যালয়ের এক সভায় সারাদেশেই ‘নো হেলমেট নো ফুয়েল’ আইন কার্যকর করতে আদেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরপরেই ১৬ মে (বৃহস্পতিবার ) পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম আইনটি বাস্তবায়ন করতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুনা লায়লা জানান, ‘নো হেলমেট নো ফুয়েল’ আইনের বিষয়ে নির্দেশনা এসেছে। সকলকে অবশ্যই হেলমেট পরিধান করে পাম্প থেকে ফুয়েল নিতে হবে। আইন বাস্তবায়নে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ কঠোর ভূমিকা পালন করবে।’’